আপনাদের অনেকেই ঈদের ছুটিতে কক্সবাজার যেতে চাইছেন। সমুদ্র সৈকতে নামার আগে কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।
১. সৈকতে সর্বদা লাল-হলুদ পোশাক পরিহিত লাইফগার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলুন
২. লাল-হলুদ পতাকার মধ্যবর্তীস্থানে পানিতে নামুন
৩. সৈকতে লাল পতাকা চিহ্নিত স্থানে কখনোই পানিতে নামবেন না
৪. আপনার শিশুকে সবসময় সাথে রাখুন, কখনোই একা পানিতে নামতে দিবেন না
৫. টিউব নিয়ে কখনোই গভীর পানিতে যাবেন না
৬. পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধারের সাথে সাথেই প্রশিক্ষিত ব্যক্তির সাহায্যে প্রাথমিক চিকিৎসা দিন
ঈদের ছুটি কাটুক আনন্দে।